মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের শেখপাড়ায় স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণ করার অভিযোগে শাকিল, রাব্বি ও ইমরান নামে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক শাকিল মেহেরপুর শহরের শেখ পাড়ার আব্দুস সামাদের ছেলে, রাব্বি একই এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং ইমরান আনারুলের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আটক তিন আসামিকে আদালতে তোলা হয়। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা (৪০) এক মহিলা গত ২৯ মে সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ার শাহ আলী‘র দর্গায় তার এক আত্মীয় সঙ্গে দেখা করে ফেরার পথে উল্লেখিত তিন যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করে। পরে ভোরের দিকে তাকে ছেড়ে দেয় ।
ওই ঘটনায় ধর্ষিতা ওই নারী মেহেরপুর সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ৩/০৩ এর (৩)।৩২৩,৩৭৯,৩৮৫,৫০৬ ধারা একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২। তারিখ ৩/৬/২০২০০। পরে মেহেরপুর সদর থানার এসআই অর্জুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।