মেহেরপুর নিউজ, ৩১ ডিসেম্বর:
মেহেরপুর সদরে ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে ওয়ায়েছ আলী(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বারাকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ায়েছ আলী রাজাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, ওয়ায়েছ আলী তার নানা বাড়ি একই উপজেলার হরিরামপুর গ্রাম থেকে নিজ বাড়ি রাজাপুর ফিরছিল। এসময় বারাকপুর গ্রামে পৌছালে একই দিক থেকে যাওয়া ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।