মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে পুরাতন দরবেশপুর নামক স্থানে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন মটর সাইকেল আরোহী আহত হয়েছে। আহতরা হলেন, আশরাফুল (২২) ও আবু হুরায়রা (১৭)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে । কর্তব্যরত ডাক্তার জানায়, আশরাফুলের মাথা ফেঁটে গেছে এবং দাঁত ভেঙ্গে গেছে ও আবু হুরায়রার দুহাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে ।
জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে পুরাতন দরবেশপুর নামক স্থানে মেহেরপুর থেকে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান চুয়াডাঙ্গা যাওয়ার পথে দরবেশপুর যাত্রী ছাউনী কাছে পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দু’ মটরসাইকেল আরোহী রাজনগর গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মালয়শিয়া প্রবাসী আশরাফুল (২২) একই গ্রামের আব্বাস আলীর ছেলে আবু হুরায়রা (১৭) কে সজোরে ধাক্কা মেরে দ্রুত বেগে পালিয়ে যায়। এসময় স্থানিয়রা তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
