মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
মেহেরপুর-বুড়িপোতা সড়কে এক সড়ক দূর্ঘটনায় ২ যুবক আহত হয়েছে। আহত ২ যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের জমশের আলীর ছেলে মিনারুল (৩২) ও একই গ্রামের আরমানের ছেলে মওলা বক্সকে (৪০) নিয়ে মোটর সাইকেল যোগে মেহেরপুর আসার পথে মেহেরপুর-বুড়িপোতা সড়কের পিরিনীর মাঠ নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে চালক মিনারুল ও আরোহী মওলা বক্স আহত হন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মিনারুলকে ঢাকায় রেফার করা হয়।