মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে পাওয়ার ট্রিলার ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধাসহ ২ব্যক্তি আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার উত্তর শালিকা থেকে একটি যাত্রীবাহী নছিমন শ্যামপুর যাবার পথে বিপরীতগামী একটি পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে নছিমন যাত্রী শ্যামপুর গ্রামের মৃত তাহাজউদ্দিনের স্ত্রী পাখিজান খাতুন (৭০) ও নছিমন চালক মদনা গ্রামের মোছা করিমের ছেলে চাঁন আলী (৪৮) আহত হন।