মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রশিকপুর-বাগোয়ান সড়কে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আশুরিয়া নামের ৫ বছরের এক শিশু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত শিশু আশুরিয়া বর্তমানে আশংকামুক্ত।
আজ সোমবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রশিকপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে আশুরিয়া (৫) একটি আলগামন যোগে বাড়ি আসার পথে রশিকপুর বাগোয়ান সড়কে আলগামনটি উল্টে যায়। এসময় আশুরিয়া খাতুন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
