মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগস্ট:
হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্দ্ধন অবৈধ ঘোষনার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সারাদেশব্যাপী ৪৮ ঘন্টার হরতালের ২য় দিন অনেকটা ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। হরতালে সকাল থেকে জামায়াত কিংবা শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এখন পর্যন্ত জেলার কোন প্রান্তে হরতালের সমর্থনে সড়ক অবরোধ,বিক্ষোভ প্রদর্শন সহ কোন ধরনের কর্মসূচী পালনের সংবাদ পাওয়া যায়নি।
জেলার রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা,মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় জামায়াত শিবিরের সাথে পুলিশ ও র্যাবের সংঘর্ষ,জামায়াত শিবিরের নেতাকর্মীদের নামে মামলা,নেতাকর্মী আটক সহ বিজিবি ও আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে হরতালের ২য় দিনে মাঠে নেই মেহেরপুরের জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
এদিকে হরতালকে সামনে রেখে জেলায় জামায়াত শিবির যেন কোন ধরনের নাশকতা রুখতে আজ বুধবার সকাল থেকে বিজিবি,পুলিশ ও র্যাব যৌথ টহল চালিয়ে যাচ্ছে। টহলদল মেহেরপুর-দরবেশপুর সড়কের দিনদত্ত ব্রীজ পয়েন্ট,রাজনগর,আমঝুপি এলাকা এবং মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার,চকশ্যামনগর,বন্দর সহ গাংনী উপজেলার গাঁড়াডোব সহ জামায়াত-শিবিরের পিকেটিং এলাকা হিসেবে চিন্থিত বিভিন্ন পয়েন্ট কড়া নজরদারিতে রেখেছেন।
অপরদিকে একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে,আমঝুপি হিজুলী গ্রামের কিছু জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে ঝটিকা-মিছিলের চেষ্টা করলেও বিজিবি টহলের কারণে এখন পর্যন্ত করতে পারেনি।
