মেহেরপুর নিউজ ২৪ ডট,০৮ এপ্রিল:
১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ডাকা সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম মেহেরপুর শাখা।
আজ সোমবার সকাল ১০টা থেকে মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড়ে জমায়েত হতে থাকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বক্তব্য দিতে থাকে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। পরে সকাল ১১টার দিকে হেফাজতে ইসলামের মেহেরপুর শাখার সদস্য সচিব মাওলানা আবুল কালাম কাসেমীর নেতৃত্বে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল টি মেহেরপুর শহর প্রদক্ষিন করে আবারো পাবলিক লাইব্রেরী মোড়ে শেষ করে তারা সেখানে অবস্থান নেয়। মিছিলে হেফাজতে ইসলামের শত শত নেতা কর্মীঅংশগ্রহন করে।
