মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী:
মেহেরপুরে হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর নিউজ কার্যালয়ে আলোচনার মাধ্যামে সাংবাদিক ইয়াদুল মোমিনকে সভাপতি ও সাংবাদিক মুজাহিদ মুন্নাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাসের চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠানিক সম্পাদক মাহাবুবুল হক পোলেন, অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসানা বিশ্বাস তিথি, প্রচার সম্পাদক তানিয়া হক অর্ণা।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, রেজ আন উল বাশার তাপস, আব্দুল মান্নফ, ওয়ালিউর রহমান রাজা, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, আল ইমরান সোহাগ, মোহাম্মদ রাজন, আসিফ ইকবাল, নাসিমুল জুনায়েদ।
এরাআগে সাংবাদিক ইয়াদুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিউম্যান রাইট্স মনিটরিং অর্গানাইজেশনের ইনভেসটিগেশন ডাইরেক্টর মোহাম্মদ জিয়াউল হাসান, সাংবাদিক মুজাহিদ মুন্না, রেজ আন উল বাশার, মাহবুবুল হক পোলেন, নাসের চৌধুরী প্রমুখ।