মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ভেনাস স্পোর্টিং ক্লাব এর সাথে টসে জিতে ব্যাট করছে ঝাউবাড়িয়া সত্য সংঘ ক্লাব।
এর আগে আজ শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেলওয়ার হোসেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হেমায়েত হোসেন,ক্রিকেট উপ কমিটির উপদেষ্টা আব্দুস সামাদবাবলু বিশ্বাস,জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট উপ কমিটির আহবায়ক হাসানুজ্জামান হিলন।
অনুষ্টানে গত বছরের ১ম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরন করা হয়।
