মেহেরপুর নিউজ ২৪ ট কম, ০৫ মে:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ভলি লীগে ১ম পর্বের শেষ খেলায় ছহিউদ্দিন স্মৃতি সংঘ ও রক্তিম সূর্য ক্রীড়া নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় ছহিউদ্দিন স্মৃতি সংঘ ২-০ সেটে উদয়ন ক্রীড়া চক্রকে এবং রক্তিম সূর্য ক্রীড়া চক্র ২-১ সেটে সূর্য তরুন ক্লাবকে পরাজিত করে। এদিকে ১ম পর্বের খেলায় শেষে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ, মেহেরপুর যুব স্পোটিং, ছহিউদ্দিন স্মৃতি সংঘ ও মেহেরপুর টাউস ক্লাব নিজ নিজ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডের খেলায় উন্নিত হয়েছে। বুধবার তেকে ২য় রাউন্ডের খেলা শুরু হবে।২য় রাউন্ডের ১ম দিনে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ছহিউদ্দিন স্মৃতি সংঘের সাথে এবং মেহেরপুর যুব স্পোটিং ক্লাব মেহেরপুর টাউন ক্লাবের মোকাবেলা করবে।