মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তি ও আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানে বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধের দাবীতে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা ১৮ দলীয় জোট গণসংযোগ ও গণমিছিল করেছে।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৫টি স্থানে পথসভা ও গণসংযোগে নেতৃত্ব দেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলমান গণসংযোগ কর্মসুচীতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। গণসংযোগকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, গ্রেফতার নির্যাতন ও হত্যা করে ব্যর্থ সরকারের বিরুদ্ধে গণজাগরণকে ঠেকানো যাবে না। তিনি আরও বলেন অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম সহ ১৮ দলীয় জোটের কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে। তিনি আমার দেশ সম্পাদক মাহমুমুদর রহমানের উপর রাষ্ট্রীয় ষড়যন্ত্রের তীর্ব্র নিন্দা জানান।
সমাবেশে মাসুদ অরুন বলেন অবিলম্বে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবী মানতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা তাজউদ্দিন, বিজেপি মেহেরপুর জেলা আহবায়ক শেখ সাঈদ আহমেদ, জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা রুহুল আমীন, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিমপ্রমুখ।
