মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০এপ্রিল:
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে ৩৬ ঘন্টার ২য় দিনের হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে । হরতালের ১ম দিনে মেহেরপুরে পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। ঘটেনি কোনো সহিংস ঘটনা। তবে লাগাতার হরতালে চরম বিপদে পরেছে সাধারন মানুষ।
হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা,ভ্যান,ইজিবাইক,নছিমন,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।
উল্রেখ্য,৭ এপ্রিল রোববার বিএপি’র যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতালের ঘোষনা দেন।