মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। এ রিপোর্ট রেখা পর্যন্ত জেলায় কোন পিকেটিং বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
হরতালের কারনে লোকাল বা দুরপাল্লা গামী কোন যানবহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে কাঁচামাল বাহী ট্রাক চলাচল। তবে শহরে রিক্সা ভ্যান,ইজিবাইক,ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গিয়েছে। তবে হরতালের ১ম দিনের মতো দোকানপাট বন্ধ থাকতে দেখা গিয়েছে।
শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা মোকাবেলা করতে চলছে পুলিশ ও র্যাবের টহল।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, যে কোনো ধরেনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।
উল্লেখ্য,বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে রোববার ও সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় জামায়াত।