মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সারা দেশের ন্যায় শনিরার মেহেরপুরে ২০তম জাতীয় টিকা দিবস পালিত হয়েছে।
এদিন সকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে আনুষ্ঠানিকভাবে টিকা দিবসের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু একটি শিশুর মুখে এক ফোঁটা টিকা তুলে দিয়ে জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন। এসময় সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, ডা. মিজানুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ এ দিন পৌর প্রাঙ্গনে জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন।