মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুর শহরের নতুন পাড়ায় অভিযান চালিয়ে ২০ লিটার তাড়ি সহ তিন জনকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে, গোলাম মোস্তফা (৪২) ইসমাইল (২৪), সোহেল (১৮)। আটককৃতরা বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে আছে।
ডিবির এস আই মহিউল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নতুন পাড়ায় সুন্নতের বাড়িতে তাড়ির আসর বসেছে এমন সংবাদ পেয়ে আমি সঙ্গীও র্ফোস নিয়ে সুন্নতের বাড়িতে অভিযান চালিয়ে তাড়ি কেনা বেচার সময় ২০ লিটার তাড়ি সহ শহরের মুখার্জি পাড়ার হাবেলের ছেলে গোলাম মোস্তফা, ক্যাশব পাড়ার বাবলুর ছেলে ইসমাইল, মল্লিক পাড়ার গোলামের ছেলে সোহেল কে হাতে নাতে আটকরে ডিবি অফিসে নিয়ে আসি। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
