মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলার প্রতিটি উপজেলায় সর্বশেষ বাছাইকৃত ২টি করে মোট ৬টি বিদ্যালয়ের মধ্যে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে চুড়ান্তভাবে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করেছে সরকার।
স্কুলগুলো হচ্ছে মেহেরপুর সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,গাংনী উপজেলার বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মুজিবনগর উপজেলার মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।তবে এ আদেশ পেতে দেরি হওয়ায় কাঙ্খিত ছাত্র-ছাত্রী ভর্তি হয়নি বলে অভিযোগও রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ক্লাষ্টার থেকে ১টি করে বিদ্যালয়ের নাম পাঠানো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এর পরে প্রতি ইউনিয়ন থেকে ১টি করে প্রতিষ্ঠানের নাম পাঠানো হয়। সর্বশেষ বাছাইয়ে প্রতি উপজেলা থেকে ২টি করে বিদ্যালয়ের নাম দেয়া হয়। সেখান থেকে প্রতি উপজেলা থেকে ১টি করে বিদ্যালয়কে চুড়ান্তভাবে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করার সিদ্ধান্ত নেয়।
সদর উপজেলার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিছ পারভীন মেহেরপুর নিউজকে জানান,আমাদের স্কুলে এখন পর্যন্ত ৪০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।আশা করছি আরো কয়েকজন শিক্ষার্থী এখানে ভর্তি হবে।
গাংনী উপজেলার বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শাহাব উদ্দিন মেহেরপুর নিউজকে জানান,কয়েক দফা বাছাই শেষে সরকার আমাদের প্রতিষ্টানকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্দেশ পেয়ে আমরা ৬ষ্ট শ্রেনীতে ছাত্রছাত্রী ভর্তি করানো শুরু করি।এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে ৫৫ জন ছাত্র-ছাত্রী ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়েছে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জেছের আলী জানান,সরকার চুড়ান্তভাবে প্রতি উপজেলায় ১টি করে জেলায় মোট ৩টি বিদ্যালয়কে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত করেছে। ধাপে ধাপে এ সংখ্যা বাড়বে বলে তিনি জানান।