মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অমর ২১ উপলক্ষে ৩ দিন ব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভাষা সৈনিক নজির আলীকে সংবর্ধনা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অমর ২১ উপলক্ষে বইমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষা সৈনিক নজির আলীকে সংবর্ধনা ও ১ লক্ষ টাকা অনুদান দেবার ঘোষনা দেন মেহেরপুর ১ আসনে সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,সহকারী অধ্যাপক নুরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী।
আলোচনা শেষে বইমেলায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ১ম স্থান অর্জন করায় স্টুডেন্ট লাইব্রেরীকে,২য় স্থান অর্জন করায় পপি লাইব্রেরীকে এবং ৩য় স্থান অর্জনকারী দোয়েল বুক হাউসকে পুরুষ্কৃত করা হয়। এছাড়া মেলায় অংশ গ্রহনকারী সকল স্টলকে শুভেচ্ছা পুরুষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
