মেহেরপুর নিউজ,০৭ অক্টোবর:
প্রায় আড়াইলাখ টাকা কর আদায়ের মধ্যে দিয়ে মেহেরপুরে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলা শেষ হয়েছে। সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ভ’মি মেলার সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান।বুধবার বিকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সহকারী কশিশনার ভ’মি শাহীনুজ্জামানের সভাপতি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী ভ’মি কর্মকর্তা বজলুর রহমান, ওহিদুল ইসলাম প্রমুখ। আলোচনায় সভায় উপজেলার পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকতা কর্মচারী উপস্থিত ছিলেন। মেলায় ৮টি স্টল স্থান পায়।
এদিকে, মেহেরপুরের মুজিবনগরে ৩দিন ব্যাপী ভ’মি সেবা মেলা শেষ হয়েছে।মেলায় ৫২ হাজার টাকা কর আদায় হয়েছে। মুজিবনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত বুধবার বিকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ভ’মি মেলার সমপানী অনুষ্ঠানে সহকারী কশিশনার ভ’মি শাহীনুজ্জামানের সভাপতি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন . উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ। আলোচনায় সভায় উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকতা কর্মচারী উপস্থিত ছিলেন। মেলায় ৪ টি স্টল স্থান পায়।