মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টম্বর:
মেহেরপুর শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামজ্ঞ পরিচালনা কমিটির উদ্যোগে ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মাহনাম যজ্ঞনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার মেহেরপুর শ্রী শ্রী হরিসভা প্রাঙ্গনে স্বামী অখন্ডানান্দ সরস্বতি সেবায়েত শ্রী শ্রী গুরুধাম ৩২ প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষমাহনাম যজ্ঞনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দনাথ।
এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. পল্লব ভট্টচার্য, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, ডা. অলোক কুমার দাস প্রমুখ।