মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় ৪২তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল বালক এ কামদেবপুর এবং বালিকাতে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪২তম গ্রীষ্মকালীন বালক হ্যান্ডবলের ফাইনালে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালযকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এদিকে ৪২তম গ্রীষ্মকালীন বালিকা হ্যান্ডবলের ফাইনালে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয ৪-০ গোলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
