মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধার করা ফেন্সিডিল মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর সীমান্ত বিজিবি’র হাবিলদার আব্দুল হকের নেতৃত্বে মেহেরপুর বুড়িপোতা সড়ক থেকে অবস্থায়৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।