মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেট কোর্স ভিত্তিক ৪ দিন ব্যাপি বিদ্যুত ক্যাম্পের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু, জেলা রোভারের কমিশনার ফজলুল হক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা স্কাউটের সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে দেখানো হয়।
