মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে জ্বালানী, বিদ্যুত ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গনে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি মেট কোর্স ভিত্তিক বিদ্যুত ক্যাস্প শেষে বুধবার সকালে রোভার সদস্যদের মধ্যে সনদ বিতরন করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট সদস্যদের হাতে সনদ তুলে দেন। সদর উপজেলা স্কাউটস কমিশনার নূরুল ইসলামের সভাপতিত্বে সনদ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান।
এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।