মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুরে ’৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্দ্ধন কর্মসূচী পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দল। মানববন্দ্ধনে জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ অংশ নেয়।
আজ শুক্রবার বিকেল ৫ টায় শহরের হোটেল বাজার মোড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যেগে অনুষ্ঠিত মানববন্দ্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিয়াজান আলী,মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ছোট,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
