মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের পৃথক পৃথক খেলায় চকশ্যামনগর ও আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
আজ মঙ্গলবার বিকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথম ম্যাচে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপর ম্যাচে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা দুটি পরিচালনা করেন হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল কুদ্দুস এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরিফুজ্জামান।
