মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল বীজ খামারের সামনের সড়কে যাত্রীবাহী বাসের সাথে স্যালো ইঞ্চিন চালিত যান আলগামনের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩৬) নামের এক আলগামন চালক নিহত হয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। আলমগীর হোসেন চুয়াডাঙ্গা থেকে আলগামনে করে রড, সিমেন্ট নিয়ে মেহেরপুর ফিরছিল। আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়ার আছার উদ্দীনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এসএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেহেরপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ডাল বীজ খামারের সামনে মেহেরপুরগামী একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় আলগামন চালক আলমগীর হোসেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
