মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টের আজকের খেলায় মেহেরপুর মুজিবনগর উপজেলার শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ও চুয়াডাঙ্গার চন্দ্রবাস ভৈরবপাড়া ক্লাবের মধ্যেকার খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার আশরাফপুর স্কুল মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দী পূর্ন খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে শাপলা ক্লাবের মিলন এবং দ্বিতায়ার্ধে চন্দ্রবাসের রজব আলী গোলটি করেন।