মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৯টি পদে দুটি প্যানেলে ১৭ জন সহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রিয়াদ- মোশারফ প্যানেলে সভাপতি পদে বোরহানুল আজিম রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ-সভাপতি খালেকুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেহেদী, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক জাকারিয়া জামু, কোষাধাক্ষ আবু সেলিম, সদস্য মোঃ সেন্টু, মোহাম্মদ মিলন শেখ। অপরদিকে বাবলু-লাভলু পরিষদে সভাপতি বাবলু ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু রহমান, সহ-সভাপতি মোহিত, যুগ্ম সম্পাদক সন্তু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান জনি, নির্বাহী সদস্য মোঃ হাসান, মোহাম্মদ শিশির মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারন সম্পাদক পদে রাকিবুল ইসলাম সজল এবং কোষাধাক্ষ পদে ইসমাইল হোসেন নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।