মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন হেরিং বোন্ড রাস্তা ও আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন।
রবিবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন হেরিং বোন্ড রাস্তা ও আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন কাজ পরিদর্শন পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পরিদর্শনকালে মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম তার সাথে ছিলেন।