মেহেরপুর নিউজ :
আসন্ন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনকে সামনে রেখে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার পর্যন্ত মেহেরপুর জেলা যুবলীগের নেতা নিশান সাবের এবং জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসারীর কাছ থেকে নিশান সাবের এবং মিজানুর রহমান হিরণ তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ২৮ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।২৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।