মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারী:
পারিবারিক কলহের জের ধরে মেহেরপুর ও মুজিবনগরে ২ মহিলা ও এক পুরুষ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।তারা হলো,মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী আন্জুমান আরা,মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামের বশির উদ্দিনের ছেলে ডালিম,গোভিপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী চামিলি।এরা সকলেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী আন্জুমান আরা দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে । পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে,আজ দুপর ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামের বশির উদ্দিনের ছেলে একই কারনে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।তাকেও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া,মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী চামিলি দাম্পত্য বিবাদে জড়িয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।তাকেও পরিবারের লোক জন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,বিষপানে আত্মহত্যা চেষ্টাকারীদের বিষ ওয়াশ করা হয়েছে। তারা বর্তমানে আশংকামুক্ত।
