মেহেরপুর নিউজ, ২২ মার্চ :
মেহেরপুর এলজিইডির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বেলতলা পাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন নাম ফলক উন্মচন করে সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দীন সরদারজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম খোকন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন। ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ১ কিঃমিঃ সড়ক উন্নয়ন কাজ করা হবে।