মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি নামক স্থানে চলন্ত একটি ট্রাক্টর উল্টে ৬ মাটি কাটা শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মহসীনের ছেলে মহাদ্দেস (৩৫), ছবদেল আলীর ছেলে আশরাফ (৪৫), চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩০), আবুর ছেলে শাহাদত (৩২) ও এলাহী বক্সের ছেলে আওলাদকে (৩৫) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহত শ্রমিকদের অবস্থা আশংকামুক্ত।
জানা গেছে, সোমবার সন্দ্ধ্যার দিকে একটি ট্রাক্টর মেহেরপুর সদর উপজেলার বারাদী থেকে মাটি বোঝায় করে আমঝুপি আসার পথে বারাদী বাজারের অদূরে ট্রাক্টরের সামনের একটি চাকা ফেঠে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাক্টরটি দূর্ঘটনায় পতিত হয়। এতে ওই শ্রমিকরা আহত হয়।
