মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০জানুয়ারী:
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্র্মরত নার্স দীপালী রোজারিও ও আনোয়ারা নামে দুইজন নার্সকে পিটিয়ে আহত করার ঘটনা ও আসামী গ্রেফতার না হওয়ায় নার্সদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে নার্সেস এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখা।
সিভিল সার্জন ডাক্তার আব্দুস শহীদ জানান, আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের হল রুমে প্রশাসনের সাথে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়া হয়েছে। তিনি আরো জানান, প্রশাসন আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে নার্সেস এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মোছাঃ হাসিনা খাতুন কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে।
