মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী :
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্র্মরত নার্স দীপালী রোজারিও ও আনোয়ারা নামে দুইজন নার্সকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডাক্তার নার্স ও হাসপাতালের সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে বি এম এ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্তাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার, ডাক্তার ওবায়দুল ইসলাম পলাশ, নার্সেস এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মোছাঃ হাসিনা খাতুন উপস্থিতত ছিলেন। মানববন্ধনে নেতারা আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবী জানান।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর জনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে।
