আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী:
মেহেরপুর জেনারেল হাসপাতালের ডাক্তার-নার্স-কর্মচারী স্বমন্বয় পরিষদের সভা শেষে আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা- ১১টা পর্যন্ত কর্মবিরতী পালন করার ঘোষনা দিয়েছেন ডাক্তার-নার্স-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। আজ সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. আবদুস শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. আব্দুস শহিদ মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে মোবাইলে জানান, নার্সদের লাঞ্চিতকারী আসামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এ কর্মবিরতী চলবে।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টায় শহরের ফৌজদারী পাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি হার্টের অসুখের চিকিৎসায় মেহেরপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এতে রোগীর স্বজনরা পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে কর্মবিরতী শুরু করে।
এ বিষয়ে নার্স দিপালী রোজারিও বাদী হয়ে দু’জনকে আসামী করে রোববার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন ।