মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:
বিদেশ পাঠাবার নামে টাকা আদায় করার পর বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে মামলা খেয়ে মামলায় হাজিরা দিতে আসার পথে বাদি পক্ষের লোকজন আসামিকে তুলে নিয়ে যাবার সময় আসামি সুলতান আহমেদ চলন্ত মোটর সাইকেল থেকে লাফ মেরে পালাতে না পারলেও হাসপাতাল থেকে চুরি করে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আজের আলীর ছেলে আব্দুল মান্নান প্রায় ৫বছর আগে লিবিয়া যাবার জন্য চুয়াডাঙ্গা জেলার হাট বোয়ালিয়া গ্রামের মোতালেবের ছেলে সুলতান আহমেদকে এক লাখ ৮৭ হাজার টাকা প্রদান করেন।
সুলতান মান্নানকে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরত চেয়ে না পেয়ে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। সুলতান এদিন ওই মামলায় আদালতে হাজিরা দিতে আসার পথে বাদি পক্ষের লোকজন মেহেরপুর কোট এলাকা থেকে একটি মোটর সাইকেল যোগে তুলে নিয়ে যায়। মোটর সাইকেলটি মেহেরপুর পৌর ঈদগা’র কাছে পৌছালে সুলতান চলন্ত মোটর সাইকেল থেকে লাফ মেরে পালাবার চেষ্ঠাকালে মারাত্মক আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর দুপুরের দিকে সে সবার চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।