মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে ৯ম বারের মত পুরস্কার লাভ করেছেন মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডু।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিক ভাবে এসআই অজয় কুমার কুন্ডুকে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান,ডিআইও-১ ফারুক হোসেন, ডিবি’র ওসি সাইফুল ইসলাম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।