ফিরে দেখা ২০১২
আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর:
মেহেরপুর জেলায় ২০১২ সালের জানুয়ারির ২২ তারিখে খুনের শুরু আর ২৯ ডিসেম্বর সন্ত্রাসী সালামের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের মধ্য দিয়ে ১২ মাসের হত্যাকান্ডের ইতি টানলো কিলাররা। ২০১২ সালে জেলায় সর্বমোট হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ২৭ টি।
৩০ ডিসেম্বর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলায় ৮টি,মুজিবনগর উপজেলায় ৬টি, গাংনী উপজেলায় ১৩ টি, হত্যাকান্ড ঘটেছে। সব চেয়ে বেশি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে রক্তাক্ত জনপদ হিসাবে পরিচিত গাংনী উপজেলায়।
রক্তাক্ত জনপদ’ নামে পরিচিত মেহেরপুর জেলায় এবছর আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এ বছরে ২৭ টি খুনের ঘটনা ঘটেছে।একের পর এক খুনের ঘটনায় আবারও অশান্ত হয়ে উঠেছে এ অঞ্চল।
খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতিসহ নানা ধরণের অপরাধের কারণে এখানকার আইনশৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অবনতি ঘটেছে। ক্ষমতার দাপট, জমি নিয়ে বিরোধ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জুয়া খেলা, রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার, যৌতুক ও পরকীয়াজনিত কারণে জেলায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশসহ বিভিন্ন সংস্থার ধারণা। চলতি বছরের শেষ পর্যন্ত মেহেরপুর জেলায় ২৭ টি খুনের ঘটনা ঘটেছে। খুনের পাশাপাশি এলাকায় চলছে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম ।
এসব অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং আইন প্রয়োগকারী সংস্থার নীরব ভূমিকায় আরও বেশী আতঙ্কিত হয়ে পড়ছে এখানকার সাধারণ মানুষকে।
গত ২২ জানুয়ারি গাংনী উপজেলার রামনগর গ্রামে কবরী বেগম(৩৬) নামে এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার পাষণ্ড স্বামী হামিদুল ইসলাম।১৯ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের জাবারুল (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়া ২ এপ্রিল গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে ও গুলি করে হাবিল উদ্দিন ও আতাহার নামে ২ আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়। ১৮ এপ্রিল সদর উপজেলার গোভীপুর গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে মজিবর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
১৫ মে মেহেরপুর শহরের মল্লিক পাড়া থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ২০ মে গাংনী উপজেলার বামন্দীতে নিজ বোমাঘাতে নিহত হয় আব্দুস সালাম(৩৮) নামে এক দুর্বৃত্তরা।
এ বছরের ৩ জুন মেহেরপুর শহরের কাছে নায়েব বাগানে জুয়া খেলাকে কেন্দ্র করে রিপন(২২) ও ইমরান(১৮) নামে ২ যুবক নিহত হয়।
১৬ জুন গাংনী উপজেলার কাজিপুর গ্রামে ফেনসিডিল চালান ধরিয়ে দেওয়ার কারণে বিজিবির ২ সোর্স রফিকুল ইসলাম(৪২) ও আফজালকে (৪০) নামে আপন দু’ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মাদক ব্যবসায়ীরা।
১৬ জুলাই গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মাদক ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মহির উদ্দিনের গুলিবিদ্ধ লাশ শুকুরকান্দির একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। মহির র্যাবের হাতে নিহত হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ ১৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, মহির হত্যাকে কেন্দ্র করে ঘটনার দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন ও স্থানীয় আওয়ামী নেতা শহিদুল বিশ্বাসের নেতৃত্বে যুবলীগ ক্যাডাররা বামন্দী বাজারের ৮/১০টি দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।এ সময় দুর্বৃত্তরা আব্দুল আওয়াল চেয়ারম্যানের বাড়িঘরও ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক মামলা না নেওয়ায় মেহেরপুর আদালতে দোকান ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়।আদালতের নির্দেশ সত্ত্বেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত গাংনী থানা পুলিশ মামলাগুলো রেকর্ড করেনি বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি বিমল কৃষ্ণ মল্লিক বাংলানিউজকে জানান, রাজনৈতিক চাপের কারণে মামলাগুলো রেকর্ড করতে দেরি হচ্ছে।
এদিকে, ৩০ জুলাই মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল এলাকায় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশে উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ বেওয়ারিশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। পরদিন ৩১ জুলাই মুজিবনগর উপজেলার রশিদপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতপরিচয় আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাকেও বেওয়ারিশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
গত ৬ আগস্ট রাতে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার পাষণ্ড স্বামী পালিয়ে গেছে। স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ার কারণেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। একই রাতে গাংনীর ধানখোলা গ্রামের মকলেছের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ছোড়া বোমায় ১৬ গ্রামবাসী আহত হয়।
সর্বশেষ, গত ৭ আগস্ট দিনগত রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীদের হাতে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে নিজ বাড়িতে খুন হয় সাদের হোসেন নামে এক বৃদ্ধ।
০৪ সেপ্টেম্বর ,
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূ নিহত হয়।রাশেদা ওই গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।নিহত রাশিদার চাচা হাফিজুল ইসলাম মেহেরপুর নিউজকে জানান, শিয়ালা গ্রামে আব্দুল জলিলের একটি গরু চুরি হয়। এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পে এনিয়ে নওদাপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও একই গ্রামের জামাত আলীর সঙ্গে আমার ( হাফিজুর ইসলাম) কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে নওদাপাড়া গ্রামে এসে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালিন সময়ে জামাত আলী ও সাইফুল ইসলামের ছোঁড়া ইটের আঘাতে গৃহবধূ রাশিদা নিহত হয়।
১৫সেপ্টেম্বর,
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে শ্বশুরবাড়ির ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শ্বশুর করিম দফাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ফারুক হোসেন (২৫) মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের আনসার আলীর ছেলে।এ বিষয়ে মজিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোভাস বিশ্বাস মেহেরপুর নিউজকে জানান, সকালে স্থানীয়রা ঘরের ভেতর ফারুকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
২৮ অক্টোবর ,
মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে রাহেলা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী রাশিদুল ইসলাম।এদিকে হত্যাকান্ড ধামাচাপা দিতে নিহত গৃহবধূর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে তার পরিবার।নিহত গৃহবধূরর বাবা গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের আমোদ আলী মেহেরপুর নিউজকে জানান, বেশ কিছুদিন থেকে নানা কারণে আমার মেয়ের ওপর জামাই রাশিদুল অত্যাচার করে আসছিলেন
২০ নভেম্বর
মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামে মিঠু (১৭)নামে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত মিঠু ষোলমারী গ্রামের কুরবান আলীর ছেলে এবং মেহেরপুর পৌর কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।
৩০ নভেম্বর,
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইদুজ্জামান বেল্টুকে বাড়িতেই গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার সময় দেবীপুর গ্রামের নিজ বাড়ির দোতলায় শোয়ার প্রস্তুতিকালে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।নিহত সাইদুজ্জামান বেল্টু গাংনী থানা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক
০৬ ডিসেম্বর,
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর জয়পুর মাঠের তোপলার বিলে চিহ্নিত তিন ‘সন্ত্রাসী’কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-একই উপজেলার তারানগর গ্রামের আজমত আলীর ছেলে রবি (৩৫), পাশের জয়পুর গ্রামের আথাল মণ্ডলের ছেলে হিরু মণ্ডল (৩০) ও সদর উপজেলার পুরন্দর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমাদুল ওরফে ইমাদ ডাকাত (৩৬) সকাল সাড়ে ৮টায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে ওই বিলে গলাকাটা অবস্থায় তিনটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
২৮ ডিসেম্বর,
মেহেরপুর আন্তঃজেলা বাস মিনিবাস সমিতির যুগ্ন সম্পাদক ও বামুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি সাইদুর রহমান বেল্টু হত্যা ১নং এবং বামুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম হত্যা মামলার ২নং আসামী সহ একাধিক মামলার আসামী দক্ষিন পশ্চিমাঞ্চলের আন্ডারওয়াল্ডের শীর্ষ নেতা ছালাম বাহীনির প্রধান ছালাম (২৮) এর গুলিবৃদ্ধ লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। পরে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
গাংনীর চরগোয়ালগ্রামে ঔষধ ব্যবসায়ী রুবেলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের গুলিতে রুবেল (২৭) গুরুতর আহত হয়।
এছাড়াও মেহেরপুরে নিয়মিত বোমাবাজির ঘটনা ঘটছে।প্রায়ই শক্তিশালী হাত বোমা উদ্ধার হচ্ছে।
এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার মেহেরপুর নিউজ কে জানান, মেহেরপুরে অপরাধ প্রবণতা কমাতে পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে।এছাড়াও অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।
মেহেরপুরের গাংনী র্যাব-৬-এর কমাণ্ডার এএসপি শেখ রাব্বানী মেহেরপুর নিউজ কে জানান, ‘যদিও আমি নতুন এসেছি।সবার সহযোগিতা নিয়ে সন্ত্রাস দমনে কাজ করে যাবো।অপরাধীরা যে দলেরই হোক না কেন র্যাবের কাছে কোন ছাড়
