মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ফেব্রয়ারী:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সেক্রেটারী ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের ২৬ নং ওয়ার্ডের ৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে জানান,চিকিৎসাধীন এ্যাডভোকেট মিয়াজান আলীর মিনি স্ট্রোক হয়েছে। অবস্থা এখনও আশংকামুক্ত নয়। তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জ্ঞান না ফিরলে কিছু বলা যাবেনা।
হাসপাতালে অবস্থানরত মেহেরপুর জেলা পরিষদের হিসাব রক্ষক জিল্লুর রহমান মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে জানান,আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নাটোরে পিকনিকে আসেন প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী। বিকেলে খাওয়া দাওয়া শেষে তিনি বুকে ব্যাথা অনুভাব করেন। সাথে সাথে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
