মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুলাই:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় কুরআন শিক্ষা কেন্দ্রে ২০১১-২০১২, ২০১২-২০১৩ শিক্ষা বর্ষের পুরস্কার বিতরন ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হয়েছে।
বুধবার মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই ও পুরস্কার বিতরন করেন। বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সিরাজুদ্দীন, মিজানুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন,সহকারি পরিচালক এ কে এম শাহীন কবির।
রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, মাও. আলহাজ আনছারউদ্দীন বেলালী প্রমুখ।