মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব এক মাহফিলে দু’আ অনুষ্ঠিত হয়। দু’আ পরিচালনা করেন মেহেরপুর কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আনছার উদ্দিন বেলালী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী,মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ গোলাম রসুল,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু প্রমুখ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা,জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ নেন।
