মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়ার বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর সোয়া ২ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়ার মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পাটখড়ির গাদায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের গাদা পুরো পাটখড়ি পুড়ে গেছে বলে জানা যায়। পরে খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।