মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগস্ট:
মেহেরপুরে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র কমিটির সহ-সভাপতি শফি মহাম্মদ খান। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদল মেহেরপুর জেলা শাখার সভাপতি মোস্তাকিম। বক্তব্য রাখেন,ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার আগে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস-এর নেতৃত্বে জেলা ছাত্রদলের এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবদাল হোসেন, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আহমেদ রাজীব খান প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলার ৫টি ইউনিটের ছাত্র নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এদিকে মেহেরপুর টাউন টাউন হল চত্বরে মিছিলপুর্ব এক অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি এবং সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন-এর সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফি আহমেদ খান ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।