মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজউদ্দিন খানের ছোট ভাই ও জামায়াতের রোকন সদস্য সেলিম খানকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে অটক করে থানায় নেয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, সেলিম খান দীর্ঘদিন ভারতে পলাতক অবস্থায় ছিলো। আজ সে বাড়ি ফিরলে তাকে বাগোয়ান গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হরতাল- অবরোধ নাশকতাসহ পুলিশ মারার মামলা রয়েছে বলে তিনি জানান ।
