মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গোরস্থান কমিটির উদ্যোগে শনিবার রাতে মেহেরপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকে সংবর্ধনা দেয়া হয়। মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম।
বক্তব্য রাখেন মোস্তাকিম আলী, জালালউদ্দিন, আইয়ূব হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাড. মিয়াজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।