মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তাগন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের নেতৃত্বে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা জেলা প্রশাসক মো আতাউল গনির সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।