মেহেরপুর নিউজ ২৪ ডট কম ,১১ জানুয়ারী :
গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ও একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা প্রতিহত করার আহবান জানিয়ে সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপি ১১ জানুয়ারী ঘৃনা দিবস পালন করেছে।
আজ শুক্রবার বিকালে পৌর টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন বর্তমান সরকারের গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে নির্দলীয় তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ১/১১’র অবৈধ ক্ষমতা দখলকারী মইনউদ্দিন, ফকরুদ্দিন গংদের বিচার করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, জেলা বিজেপি’র আহবায়ক শেখ সাঈদ আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে কালো পতাকা মিছিল করেছে মেহেরপুরজেলা বিএনপি।
