মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসীদের গুলিতে নিহত মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বিপুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
আজ শুক্রবার বিকেল ৪ টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহসভাপতি এম এ মতিন শামিম। বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক আক্কাস আলী,জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক নিশান সাবের,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন এবং শহর যুবলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে “মিথ্যা মামলা প্রত্যাহার চাই” এই শ্লোগানে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেহেরপুর প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে বড় বাজার মোড় প্রদক্ষিণ শেষে বিকেল ৫ টায় হোটেল বাজার মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি এম এ মতিন শামিম।
উল্লেখ্য,২৮ জানুয়ারী সোমবার রাত ১০ টার দিকে মেহেরপুর শহরের কাশাড়ি পাড়াস্থ পেরেশানের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মেহেরপুর পৌর কাউন্সিলর বিপুল। এ ঘটনায় বিপুলের স্ত্রী বাদী হয়ে বুধবার দুপুরে জেলা যুবলেগের সভাপতি সাজ্জাদুল অনাম,অর্থ সম্পাদক মো: মাহাফুজুর রহমান রিটন ,সহপ্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশানসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন